Header Ads

আজ আবার বাড়ল পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাসের দাম!


নজরবন্দি ব্যুরোঃ  আজ রবিবার আবারও বাড়ল পেট্রল-ডিজেলের দাম সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম পেট্রলের দাম বাড়ল ১৬ পয়সা ডিজেলের ৩৪ পয়সা পাশাপাশি, ভরতুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল ৩১ টাকা ৫০ পয়সা

গত শুক্রবার রেকর্ড পতন হয় টাকার মূল্যে ডলারের তুলনায় ভারতীয় টাকার মূল্য দাঁড়াল ৭০ টাকা ৯৫ পয়সা বা প্রায় ৭১ টাকা। এরপর থেকেই বাড়তে থাকে পেট্রল ডিজেলে দাম। শুক্রবারের পর শনিবারও বাড়ে দাম। মহার্ঘ হতে থাকে জ্বালানি। শনিবারের তুলনায় রবিবার, ১৬ পয়সা বেড়ে কলকাতায় পেট্রলের দাম দাঁড়াল লিটার প্রতি ৮১ টাকা ৭৬ পয়সা এবং ৩৪ টাকা বেড়ে ডিজেলের দাম দাঁড়াল লিটার প্রতি ৭৩ টাকা ৬১ পয়সা।

 একইভাবে বাড়ল রান্নার গ্যাসের দাম। ভরতুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল ৩১ টাকা ৫০ পয়সা। দাম দাঁড়াল ৮৫৯ টাকা। এই দাম বৃদ্ধির ফলে স্বভাবতই হাত পড়েছে মধ্যবিত্ত নিম্ন-মধ্যবিত্তের কপালে। কী করবেন ভেবে কূল পাচ্ছেন না তাঁরা

Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.