এবার থেকে শিক্ষকদের হাজিরার হিসেব রাখতে কড়া হচ্ছে প্রশাসন!
নজরবন্দি ব্যুরোঃ এবার থেকে শিক্ষকদের হাজিরা নিয়ে আরও কড়া হচ্ছে প্রশাসন। এবার এসএমএসে-র মাধ্যমে শিক্ষকদের হাজিরার হিসেব রাখবেন জেলাশাসকরা! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পদ্ধতি কিন্তু বাঁকুড়া জেলায় ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে।
পাইলট প্রজেক্ট হিসেবে বেছে নেওয়া হয়েছিল খাতরা এবং রানিবাঁধ ব্লককে। তাতে সাফল্য আসায় এবার জেলার অন্য ব্লক এবং মহকুমায় এই পদ্ধতি চালু করা হচ্ছে। খাতরার মহকুমা শাসক সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এই প্রকল্পটিকে সফল করার জন্য ডিআই, এআই এবং এসআইদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি জানিয়েছেন, গোটা জেলাতেই এবার এই পদ্ধতি চালু হবে। তবে মনে করা হচ্ছে, শুধুমাত্র বাঁকুড়া নয়, গোটা রাজ্যেই ধীরে ধীরে এই পদ্ধতি চালু করা হতে পারে।
পাইলট প্রজেক্ট হিসেবে বেছে নেওয়া হয়েছিল খাতরা এবং রানিবাঁধ ব্লককে। তাতে সাফল্য আসায় এবার জেলার অন্য ব্লক এবং মহকুমায় এই পদ্ধতি চালু করা হচ্ছে। খাতরার মহকুমা শাসক সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এই প্রকল্পটিকে সফল করার জন্য ডিআই, এআই এবং এসআইদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি জানিয়েছেন, গোটা জেলাতেই এবার এই পদ্ধতি চালু হবে। তবে মনে করা হচ্ছে, শুধুমাত্র বাঁকুড়া নয়, গোটা রাজ্যেই ধীরে ধীরে এই পদ্ধতি চালু করা হতে পারে।
No comments