Header Ads

রাস্তা মেরামতির দাবিতে অভিনব আন্দোলন, বন্যা বিধ্বস্তদের সাহায্যার্থে এগিয়ে এলেন যাদবপুরের বাম নেতৃত্ব।

নজরবন্দি ব্যুরো: তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীরা বলে থাকেন তাদের রাজত্বে এই রাজ্যে উন্নয়ন যজ্ঞ চলছে! কিন্তু রাজ্যের বহু রাস্তার বেহাল দশা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, এই রাজ্যে সত্যি কতটা উন্নয়ন হয়েছে।



বিক্রমপুর থেকে জামবনি যাবার রাস্তা। ওই রাস্তা খালা-খন্দে ভর্তি। তাই এলাকার লোকজন সিপিআই(এম) এর নেতৃত্বে ওই রাস্তা মেরামতির দাবীতে সিমলাপালের দুবরাজপুর এলাকায় এক অভিনব কায়দায় রাস্তার জমাজলে ধান গাছ রোপন ও পরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।


অপর দিকে গত শনিবার সিপিআই(এম) এর যাদবপুর এরিয়া কমিটির পক্ষ থেকে কেরালার বন্যা বিধ্বস্ত মানুষের সাহায্যার্থে ৪ লক্ষ ১হাজার ২০০ টাকার চেক বিধায়ক সুজন চক্রবর্তীর হাতে তুলে দেন এরিয়া কমিটির সম্পাদক কানাই দেব।
ওই সভাতে উপস্থিত ছিলেন কান্তি গাঙ্গুলী, চন্দনা ঘোষ দস্তিদার ও খোকন ঘোষ দস্তিদার সহ ওই এলাকার একাধিক বাম নেতৃত্ব।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.