Header Ads

আবার বাড়ল তেলের দাম !


নজরবন্দি ব্যুরোঃ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে পেট্রোলের দাম ১০০ টাকা ছুঁতে পারার ভয়ানক সম্ভাবনা থাকছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেশ প্রধান জ্বালানী মূল্য বৃদ্ধিকে সাময়িক ঘটনা বললেও, তিনি নিজেই স্বীকার করেছেন ডলারের নিরিখে টাকা দাম পড়ে যাওয়া, তেলের আমদানিতে ঘাটতি মূল্যূবৃদ্ধির অন্যতম কারণ
বৃহস্পতিবার ফের পেট্রোল-ডিজেলের দাম বাড়ল নয়াদিল্লি- ২০ পয়সা বেড়ে পেট্রোলের দাম লিটার প্রতি ৭৯.৫১ টাকা, ২১ পয়সা বেড়ে ডিজেলের দাম ৭১.৫৫ টাকা । মুম্বই- ১৯ পয়সা বেড়ে পেট্রোলের দাম ৮৬.৯১ টাকা, ২২ পয়সা বেড়ে ডিজেলের দাম ৭৫.৯৬ টাকা ।কলকাতা১৬ পয়সা বেড়ে পেট্রোলের দাম ৮২.২১ টাকা, ২১ পয়সা বেড়ে ডিজেলের দাম ৭৪.৪০ টাকা। চেন্নাই২১ পয়সা বেড়ে পেট্রোলের দাম লিটার প্রতি ৮২.৬২ টাকা, ২২ পয়সা বেড়ে ডিজেলেপ দাম ৭৫,৬১টাকা

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.