Header Ads

আবার উত্তপ্ত নানুর! গ্রামে চলছে পুলিশ-কমব্যাট ফোর্সের টহলদারি।



নজরবন্দি ব্যুরো: মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে আবারও তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হল নানুরের চণ্ডীপুর গ্রাম। দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজির পর একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাত থেকেই উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে গ্রামে চলছে পুলিশ, কমব্যাট ফোর্সের টহলদারি।


জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ও এলাকার বিক্ষুব্ধ তৃণমূল নেতা হিসেবে পরিচিত কাজল শেখের বিবাদ দীর্ঘদিনের। নানুরের চণ্ডীপুর গ্রামে দুই গোষ্ঠীর অনুগামীরাই থাকেন। কিছু দিন আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েতে জয়ের পর বিজয় মিছিলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি হয়েছিল। এর পরে পুড়িয়ে দেওয়া হয়েছিল হিঙ্গুর শেখ নামে কাজল অনুগামীর বাড়ি।

আবার সেই দুই গোষ্ঠীর বিবাদে উত্তপ্ত হয়ে উঠল বড়া সাওতা গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনুব্রত মণ্ডল অনুগামী আনারুল শেখ ও কাজল শেখ অনুগামী শেখ হোসেনের নেতৃত্বে দুই গোষ্ঠী এলাকায় প্রায় সমান সক্রিয়। রাতে আনারুল গোষ্ঠীর যদু শেখের বাড়ি থেকে পুলিশ বোমা তৈরির মশলা  উদ্ধার করে । পুলিশ কীভাবে খবর পেল, এই সন্দেহ থেকেই শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা। প্রথমে এক দফা বোমাবাজি হয়। পরে শেখ হোসেন গোষ্ঠীর অনুগামী ইউনুস শেখ নামে একজনের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা ছড়ায়। তবে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের কোনও হেভি-ওয়েট নেতা প্রকাশ্যে মন্তব্য করেন নি। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.