গোটা শহরজুড়ে তীব্র যানজট! নাকাল নিত্য যাত্রীরা।
নজরবন্দি ব্যুরো: দু-দিন আগে মাঝেরহাট ব্রিজ ভাঙার জেরে ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম বিদ্যাসাগর সেতুতে। সেই জ্যামের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে কোনা এক্সপ্রেসওযে।
এর পাশাপাশি সাতরাগাছি ব্রিজ দিয়ে যান চলাচল প্রায় বন্ধ।এর ফলে সমস্যায় পড়েছেন অফিস-যাত্রী থেকে সাধারণ মানুষ। মাঝেরহাট ব্রিজ ভাঙার ফলে ক্রমশ চাপ বাড়ছে হাওড়ায় দ্বিতীয় হুগলী সেতুতেও। চাপ বাড়ছে পণ্যবাহী গাড়ির। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
প্রসঙ্গত, আচমকা এই ব্রিজ ভেঙে পড়ার দায় নিজের ঘাড় থেকে ঝেড়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর দায়ভার আগের সরকারের উপর চাপিয়েছেন তিনি।

No comments