Header Ads

এবার থেকে ফেসবুকে দেখা যাবে টিভি-র অনুষ্ঠান!


নজরবন্দি ব্যুরোঃ ফেসবুক এবার বিশ্বব্যাপী ভিডিও স্ট্রিমিং সেবা ওয়াচ চালু করেছে এর আগে ওয়াচ সেবাটি যুক্তরাষ্ট্রে প্রথমে চালু করা হয় ফলে ব্যবহারকারীরা এখন থেকে ফেসবুকে বসে বিভিন্ন টিভি অনুষ্ঠান দেখতে পারবেন

ফেসবুক ওয়াচে রিয়েলিটি শো, খেলা কিংবা কমেডি শো দেখা যাবে নিয়মিত। ওয়াচের কিছু ভিডিও তৈরি করতে যাচ্ছেন ফেসবুকেরই পেশাদার ভিডিও নির্মাতারা। বাকি ভিডিওগুলো তৈরি করা হবে ফেসবুক ব্যবহারকারীদের দিয়েই। ব্যবহারকারীরা চাইলে এতে ওয়াচলিস্টও তৈরি করে নিতে পারবেন। ওয়াচলিস্ট তৈরি করার মাধ্যমে পেজের প্রথম দিকেই নিজেদের পছন্দের অনুষ্ঠানগুলোর ভিডিও দেখা যাবে

বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সীমিত সংখ্যক ভিডিও নির্মাতারাই বিজ্ঞাপন থেকে অর্থ পাবেন। তবে ভবিষ্যতে সব কনটেন্ট নির্মাতাই তাদের ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর সুবিধা পাবেন। এই বিজ্ঞাপন আয়ের ৫৫ শতাংশ পাবেন ভিডিও নির্মাতারা আর বাকি ৪৫ শতাংশ পাবে ফেসবুক
ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট অব ভিডিও ফিজি সিমো বলেছেন, অন্যান্য প্ল্যাটফরমের সঙ্গে এর পার্থক্য হলো এতে কথা বলার পাশাপাশি ভিডিও দেখা যাবে।

আর বন্ধুরা কি দেখছে তা জানানোর জন্য থাকবে 'হোয়াট ফ্রেন্ডস আর ওয়াচিং' সেকশন। কোন ভিডিও দেখে ফেসবুক ব্যবহারকারীরা সবচেয়ে বেশি 'হা হা' প্রতিক্রিয়া জানিয়েছেন তা জানার জন্য থাকবে 'হোয়াটস মেকিং পিপল লাফ' সেকশনল্যাপটপ, মোবাইল, ডেস্কটপ, ট্যাব টিভি অ্যাপ থেকে ওয়াচের ভিডিওগুলো দেখা যাবে 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.