মিমি শুটিং ফ্লোরে এলে রাজ-শুভশ্রীকে চলে যেতে হল মেকআপ ভ্যানে! তারপর?
নজরবন্দি ব্যুরোঃ জিত্ গঙ্গোপাধ্যায়ের সুরারোপিত একটি ভিডিওর পরিচালক রাজ চক্রবর্তী! কিন্ত মনে হয় কি, প্রাক্তন রাজের পরিচালনায় কাজ করতে রাজি হবেন মিমি? না কি শুভশ্রীর সঙ্গেই এক ফ্রেম ভাগ করে নেবেন তিনি? কারণ ঐ ভিডিও টির মধ্যে সৌরভ এর সাথে থাকবেন মিমিও।
কিন্তু কি ভাবে কাজ করবেন প্রক্তন এর পরিচালনাতে? কিন্তু করতে হবে। কিন্তু মিমি না কি প্রথমটায় রাজি হননি! কিন্তু যে স্টিল বার কোম্পানি এই ভিডিওর পিছনে পয়সা ঢেলেছে, যাদের ব্যানারে মিমির উপস্থিতি নিয়ে আর দিন কয়েকের মধ্যেই ছেয়ে যাবে শহর, যে কোম্পানির আরেক ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ নিজেও, তাদের না বলে দিয়েও ফের ভাবতে হয়েছে মিমিকে।
কেন না, শুভশ্রীকে সরিয়ে মিমিকে যখন তাঁরা সংস্থার নয়া মুখ হিসেবে সই করিয়ে হাতে পয়সা তুলে দিয়েছেন, তখন তাদের কাজে না বলাটা পেশাদারিত্বের মধ্যে পড়ে না! অবশেষে ওই ভিডিও শুট করার সময়ে রাজ আর শুভশ্রীকে শুটিং ফ্লোর থেকে বেরিয়ে চলে যেতে হয়েছিল মেক-আপ ভ্যানের অন্দরে। কাজেই যে অংশটায় মিমি আছেন, সেটা শুট করেছেন পরিচালক বাবা যাদব। সেই শুটিং শেষ করে মিমি
চলে গিয়েছেন, তার পরে আবার ফ্লোরে এসেছেন শুভশ্রী আর রাজ। ভাবুন একবার!

No comments