Header Ads

যৌন হেনস্থার ঘটনায় তনুশ্রী দত্তকে আইনি নোটিশ পাঠাল নানা।


নজরবন্দি ব্যুরোঃ 'দিন আগেই অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রীঅভিযোগের পর নিয়ে পুরো বলিউডে নানা দিকে কানাঘুষা শুরু হয়!
তবে অভিযোগ ওঠার পর নানা পাটেকারও বসে থাকেননি তখনই তিনি আইনি পদক্ষেপের কথা বলেছিলেন নিজের প্রতিক্রিয়ায়। রোবাবার (৩০ সেপ্টেম্বর) নানা পাটেকারের আইনজীবী রাজেন্দ্র শিকোড়কর জানান, ক্ষমা চাইতে বলে তনুশ্রীকে আইনি নোটিশ পাঠাচ্ছেন তারা।


যদিও তনুশ্রীর দাবি, শনিবার বিকেল পর্যন্ত নানার তরফে কোনও নোটিশ তিনি হাতে পাননি। এদিকে আরেক প্রতিক্রিয়ায় নানা পাটেকার এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি বর্তমানে শুটিংয়ের কারণে মুম্বাইয়ের বাইরে আছেন। অক্টোবরের বা তারিখে মুম্বাই ফিরে সাংবাদিক সম্মেলন করবেন তিনি। নানার ভাষায়, 'ক্যামেরার চোখে চোখ রেখে সব প্রশ্নের জবাব দিতে চাই আমি। আমার কিছু লুকোনোর নেই।'


Theme images by lishenjun. Powered by Blogger.