Header Ads

'হারামের খেয়ে শুয়োরের মতো চেহারা'! নাম না করে অনুব্রতকে বিঁধলেন বাম নেতা।


নজরবন্দি ব্যুরো: হারামের খেয়ে খেয়ে শুয়োরের মতো চেহারা বানাচ্ছে। আর তারাই হামলা চালাচ্ছে শ্রমিক-কৃষকের ওপর।
নলহাটির কাঁটালগড়িয়া মোড়ে লংমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন সিপিআই(এম)সাংসদ হান্নান মোল্লা। এর বিরুদ্ধে রাজ্যের মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। জেলার রাজনৈতিক মহলের ধারনা, নাম না করে অনুব্রত মণ্ডলকেই বিঁধেছেন হান্নান মোল্লা!

এর পরে হান্নান মোল্লা বলেন, মানুষ বোঝে নির্বাচন কারা করতে দেয়নি। সেই গুণ্ডাদের টুটি যখন তাঁরা চেপে ধরবে, তখন এই গুণ্ডামি আর বাঁচবে না। তিনি আরও বলেন, পৃথিবীর কোথাও গুণ্ডামি বাঁচে না। হিটলারও বাঁচেনি। 
Theme images by lishenjun. Powered by Blogger.