ফাটল ধরল কংগ্রেসে, বিজেপিতে গেলেন অধীর ঘনিষ্ঠ নেত্রী মৌমিতা বিশ্বাস মিত্র।
নজরবন্দি
ব্যুরোঃ দেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর চৌধুরীকে সরিয়ে দেওয়ার পরই ফাটল ধরল কংগ্রেসে। এবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেলেন অধীর ঘনিষ্ঠ নেত্রী মৌমিতা বিশ্বাস মিত্র।
কংগ্রেস দুর্গে ফাটল ধরিয়ে তিনি মুকুল রায়ের হাত ধরে বিজেপির দফতরে এসে বিজেপিতে যোগ দেন। মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে তিনি বিজেপিতে নাম লিখিয়েই তোপ দাগেন কংগ্রসের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। তাঁর কংগ্রেস ছাড়ার পিছনে যে অধীর চৌধুরীকে অপসারিত করা একটা প্রধান কারণ, তাও তিনি প্রকাশ করে দেন।এর আগে অধীর ঘনিষ্ঠ মুর্শিদাবাদ কংগ্রেসের নেতা হুমায়ুন কবীর যোগ দিয়েছিলেন বিজেপিতে। তারপর অধীরের প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে অপসারণের পর কংগ্রেস ছাড়লেন আর এক অধীর ঘনিষ্ঠ মৌমিতা বিশ্বাস মিত্র।তিনি মধ্যপ্রদেশ ও গোয়ায় কংগ্রেসের বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন।
