Header Ads

তৃণমূলের দুটো বড় উইকেট পড়বে! মুকুলের এমন খবর কি সত্যি হতে চলেছে?



নজরবন্দি ব্যুরো: আর কিছু দিন অপেক্ষা করুন। দুটো বড় উইকেট পড়বে। নিজের ঘনিষ্ঠ মহলে নাকি এমনটাই বলেছেন মুকুল রায়। যদিও স্পষ্ট করে তিনি বলেননি কোন হেভি-ওয়েট তৃণমূল নেতা বিজেপিতে যাচ্ছেন।
তবে মুকুল রায় নাকি এমনও দাবি করেছেন, ২০১৯ থেকে ২০২১-এর মধ্যে তৃণমূল নামক দলটি আর থাকবে না। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র।

 ২০১৭ সালের ৩ রা নভেম্বর বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজনীতির চাণক্য মুকুল রায়। দিল্লিতে হয়েছিল সেই যোগদান পর্ব। মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর মনে করা হয়েছিল অনেকেই যোগ দেবেন গেরুয়া শিবিরে, কিন্তু প্রায় এক বছর কেটে গেলেও তৃণমূল থেকে সেরকম কেউ যোগ দেননি বিজেপিতে। তবে এই বিষয়ে মুকুল অনুগামীরা বলছেন দল বদলের জন্য উপযুক্ত সময়ের দরকার। সেই সময় এখন আসেনি!

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.