Header Ads

ভারতীয় ক্রিকেটের হেড মাস্টার বলিউড অভিনেত্রীর প্রেমে পড়েছেন! কি বললেন তাঁর প্রেমিকা।


নজরবন্দি ব্যুরোঃ  ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী বলিউড অভিনেত্রী নিমরত কৌরের সম্পর্ক ঘিরে খবর এদিন সকাল থেকেই প্রকাশ্যে আসেতে থাকে বহু দিন ধরে তাঁরা ডেটিং করছেন বলেও শোনা যায় ক্রমেই অগুনের মত ছড়াতে থাকে খবর আর এই প্রসঙ্গে এবার মুখ খুললেন নিমরত

শোনা যাচ্ছিল, গত বছর ধরে ডেটিং করছেন নিমরত রবি শাস্ত্রী। তবে এই সমস্ত যাবতীয় খবরকে মিথ্যে বলে দাবি করেছেন 'এয়ারলিফ্ট', 'লাঞ্চবক্স' খ্যাত অভিনেত্রী নিমরত। এক টুইট বার্তায় তিনি যাবতীয় তথ্যকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এক মজাদার ভঙ্গিমায় এমন খবরকে তিনি ভুয়ো বলে দাবি করেন

উল্লেখ্য, ২০১২ সালে ঋতু সিং এর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় রবি শাস্ত্রীর। এরপর অমৃতা সিং এর মত একাধিক অভিনত্রীর সঙ্গে তাঁর নাম জড়ায়। এদিকে, নিমরতের ডেটিং -এর খবরও আসতে থাকে প্রায়ই। তবে ,এক সর্বভারতীয় পত্রিকায় প্রকাশিত খবরে জানানো হয় রবি শাস্ত্রীর সঙ্গে বহুদিন ধরে সম্পর্ক রয়েছে নিমরতের। আর সেই খবরেই চাঞ্চল্য ছড়ায়



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.