কন্যাশ্রী প্রকল্পের বালা তৈরির বরাত পেল মঞ্জুষা।
নজরবন্দি ব্যুরোঃ কন্যাশ্রী প্রকল্পে ১০ লক্ষ বালা তৈরির বরাত পেলো রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা মঞ্জুষা । রাজ্যের হস্তশিল্পীদের মাধ্যমেই এই সংস্থা কে দিয়ে এই কাজটি করিয়ে নেবেন রাজ্য সরকার ।
উল্লেখ্য এই সংস্থাটি দীর্ঘদিন ক্ষতির পরে ২০১৩ সাল থেকে লাভের মুখ দেখছেন । এই সংস্থার চেয়ারম্যান অজয় দে বলেন এই বরাত পেয়ে আমরা খুব উত্সাহিত ।
উল্লেখ্য এই সংস্থাটি দীর্ঘদিন ক্ষতির পরে ২০১৩ সাল থেকে লাভের মুখ দেখছেন । এই সংস্থার চেয়ারম্যান অজয় দে বলেন এই বরাত পেয়ে আমরা খুব উত্সাহিত ।

No comments