Header Ads

ব্রিজ ভাঙার দায় নিজের ঘাড় থেকে ঝেড়ে ফেললেন মুখ্যমন্ত্রী!



নজরবন্দি ব্যুরো: মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়া নিয়ে কার্যত আগের সরকারের উপরে দোষ চাপিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বর্তমান পরিস্থিতিতে তিনি কতটা অসহায় সে কথাই প্রমাণ করতে গিয়ে আগের সরকারের ঘাড়ে দোষ চাপালেন। কারণ পুরনো অনেক ব্রিজের নকশাই নেই রাজ্য সরকারের হাতে। এমন অভিযোগ করলেন খোদ মুখ্যমন্ত্রী। তবে পুরো ঘটনার তদন্ত হবে জানিয়েছেন তিনি।

এর পাশাপাশি মেট্রোর কাজ চলার জন্য জল জমা সহ বেশ কিছু সমস্যা রয়েছে । তবে দ্রুত ব্রিজ সারানো হবে এবং তারমধ্যে যাতে বেহালার যাওয়া আসার কোনও অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য দেওয়া হবে বল আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। জানিয়েছেন, বিশেষজ্ঞ প্রযুক্তিবিদদের দিয়ে সব খতিয়ে দেখার কাজ চলছে । 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.