এফসিআই কে উড়িয়ে দিলো মোহনবাগান
রানা মিত্রঃ বড় ম্যাচের রেশ কাটিয়ে উঠে বড় জয় পেলো সবুজমেরুন ব্রিগেড l আজ তারা নিজেদের মাঠে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া কে ৫-০ গোলে হারিয়ে দেয় l হ্যাট্রিক করেন ডিপন্ডা ডিকা l
প্রথমার্ধে খেলা ১-০ ছিল,এই অর্ধে ইনজুরি সময়ে গোল করেন ডিকা l বাকি চারটি গোলই হয় দ্বিতীয়ার্ধে,ম্যাচের ৬১ ও ৬৭ মিনিটে পরপর দুটি গোল করে হ্যাট্রিক সম্পন্ন করেন ক্যামেরুনের এই ফরোয়ার্ড l
প্রথমার্ধে খেলা ১-০ ছিল,এই অর্ধে ইনজুরি সময়ে গোল করেন ডিকা l বাকি চারটি গোলই হয় দ্বিতীয়ার্ধে,ম্যাচের ৬১ ও ৬৭ মিনিটে পরপর দুটি গোল করে হ্যাট্রিক সম্পন্ন করেন ক্যামেরুনের এই ফরোয়ার্ড l
চতুর্থ গোল করেন বড় ম্যাচের নায়ক,জঙ্গলমহলের পিন্টু মাহাত,একেবারে শেষ দিকে চুরাশি মিনিটে কিমকিমা গোল করে ব্যবধান বাড়িয়ে নেন l এই জয়ের ফলে মোহনবাগান নয় ম্যাচে ২৩পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে চলে গেলো,এবং ডিকাও ১০টি গোল করে সর্ব্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রইলেন l
Loading...

No comments