Header Ads

এবার থেকে শিক্ষকদের বদলি নিজের জেলাতেই! ঘোষণা শিক্ষামন্ত্রীর



নজরবন্দি ব্যুরো: নিজেদের জেলার স্কুলে শিক্ষকরা যাতে কাজ করতে পারেন তা নিশ্চিত করতে চায় রাজ্য সরকার। স্কুলের শিক্ষিকাদের এই বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে।
কলকাতায় শিক্ষক দিবসের অনুষ্ঠানে একথা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের শিক্ষা দপ্তরে প্রায় প্রতিদিনই বদলির আবেদন জমা পড়ে। আবেদন খতিয়ে দেখতে গিয়ে সরকারি আধিকারিকরা নাজেহাল।অবশ্যই পড়ুনঃ মাঝেরহাটের পর বিদ্যাসাগর সেতু?.....হাহাকার করছে দ্বিতীয় হুগলী ব্রিজ। #Editorial

 একশো কিলোমিটারেরও বেশি দূরের স্কুলে পড়িয়ে বাড়ি ফেরেন অনেকে। ধাপে ধাপে এই সমস্যা কাটাতে চায় রাজ্য সরকার। প্রথমে স্কুলের শিক্ষিকাদের নিজেদের জেলায় বদলি করা হবে। পার্থ-বাবু এদিন বলেন, “সবার প্রতি মানবিক হবে এই সরকার। বাড়ি থেকে অনেক দূরে যেতে আসতে অনেক সময় নষ্ট হয়। এর ফলে ক্লাসে পড়ানোর ক্ষেত্রে ক্লান্তি আসতে পারে। আমরা চাই নিজেদের জেলাতেই শিক্ষকরা থাকুন। শূন্যপদ না থাকলে পাশের জেলাতে বদলি করা হবে।”
স্কুলশিক্ষা দপ্তর সূত্রে খবর, নিজের জেলায় বদলির বিষয়ে আইন আছে। সেই আইন প্রয়োগ করেই এবার বাড়ির যতটা সম্ভব কাছে শিক্ষকদের আনতে চাইছে সরকার। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.