মাঝেরহাট দুর্ঘটনার পর ব্যাহত যাত্রী পরিষেবা। জেনেনিন কি অবস্থা যাত্রী পরিষেবার।
নজরবন্দি ব্যুরোঃ মাঝেরহাট দুর্ঘটনার পর পেরিয়ে গিয়াছে ১৮ ঘণ্টা।
উদ্ধার কাজ এখন চলছে। এই ঘটনার জন্য যাত্রী পরিষেবা ব্যাপক ভাবে ব্যাহত হয়েছে।
এখনও পর্যন্ত স্বাভাবিক হইনি শিয়ালদহ-বজবজ শাখার ট্রেন। এখন শিয়ালদহ থেকে নিউ আলিপুর এবং মাঝেরহাট থেকে বজবজ পর্যন্ত ট্রেন চলাচল করছহে। বন্ধ আছে চক্র রেল। রাজ্য সরকারের উদ্যোগে বেশ কিছু ছোট ছোট রুট এ সরকারি বাস চালানোর ব্যবস্থা করা হয়েছে।
সেগুলি হল তারাতলা থেকে টালিগঞ্জ মেট্রো , টালিগঞ্জ থেকে বেহালা ট্রাম ডিপো। বেহালা চৌরাস্তা থেকে চস্তিপুর। নিউ আলিপুর থেকে চৌরাস্তা পর্যন্ত চলছে বাস। খিদিরপুর থেকে ট্রাম পরিষেবা বন্ধ।
এখনও পর্যন্ত স্বাভাবিক হইনি শিয়ালদহ-বজবজ শাখার ট্রেন। এখন শিয়ালদহ থেকে নিউ আলিপুর এবং মাঝেরহাট থেকে বজবজ পর্যন্ত ট্রেন চলাচল করছহে। বন্ধ আছে চক্র রেল। রাজ্য সরকারের উদ্যোগে বেশ কিছু ছোট ছোট রুট এ সরকারি বাস চালানোর ব্যবস্থা করা হয়েছে।
সেগুলি হল তারাতলা থেকে টালিগঞ্জ মেট্রো , টালিগঞ্জ থেকে বেহালা ট্রাম ডিপো। বেহালা চৌরাস্তা থেকে চস্তিপুর। নিউ আলিপুর থেকে চৌরাস্তা পর্যন্ত চলছে বাস। খিদিরপুর থেকে ট্রাম পরিষেবা বন্ধ।
Loading...

No comments