Header Ads

বাজারে আসছে 5জি নেটওয়ার্কের মোবাইল।


নজরবন্দি ব্যুরোঃ শাওমি আবার নতুন স্মার্টফোন লঞ্চ করবে তবু এটি আর 4জি নয়, থাকবে 5জি নেটওয়ার্কের সুবিধাশাওমির প্রেসিডেন্ট লিন বিন, মুখপাত্র ডনোভাল সাং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের নতুন ফ্ল্যাগশিপ, এমআই মিক্স -এর ছবি প্রকাশ করেন
সেখানে দেখা গেছে, ফোনটিতে থাকছে ৫জি প্লাস নেটওয়ার্কের সুবিধাযেহেতু বর্তমানে বাজারে থাকা কোনও ফোন প্রসেসরে ৫জি সমর্থন নেই, তাই ধারণা করা হচ্ছে, এমআই মিক্স ফোন ব্যবহার করা হবে নতুন প্রসেসর এখনও পর্যন্ত শাওমি মিক্স সিরিজে কোয়ালকম ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করে আসছে, অতএব নতুন ফোনে দেখা মিলতে পারে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরের

এদিকে ফোনের ডিসপ্লেতে দেখা যায়নি কোনও নচ, আবার ডিসপ্লের নিচেও রাখা হয়নি বেজেল কিছুদিন আগে ফাঁস হওয়া ছবিতে দেখানো হয়েছে, ফোনটির ক্যামেরা প্রয়োজনমত বডি থেকে স্লাইড করে বেরিয়ে পড়বেশাওমি এমআই মিক্স আগামী নভেম্বর বাজারে আসতে পারেবিশ্বের প্রথম ৫জি ফোন প্রথম এনেছে লেনোভো
Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.