মাঝেরহাট নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ লকেট-বাবুলের।
নজরবন্দি ব্যুরোঃ মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে শাসক বিরোধী তরজা। বিরোধীরা এদিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। মাঝেরহাট কাণ্ডে অনেক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
তবে সরকার তা স্বীকার করে বিবৃতি দিচ্ছে না বলে অভিযোগ বিজেপি নেতা বাবুল সুপ্রিয়।তিনি বলেন এই ঘটনা খুব দুঃখের। তবে সমস্যা হল, সংবাদমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখন বলাবলি হচ্ছে যে ৪-৫ জনের প্রাণ গিয়েছে, তখন দার্জিলিং থেকে মুখ্যমন্ত্রী বিবৃতি দিচ্ছেন কারও প্রাণ যায়নি। সমস্যা হল তিনি স্বীকারই করেন না যে পশ্চিমবঙ্গে কোনও সমস্যা রয়েছে।
অপর
দিকে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও রাজ্য সরকারকে তোপ দেগেছেন সরাসরি। তিনি বলেন, পোস্তা ব্রিজ ভাঙার পরে ফের এমন দিন দেখতে হবে কল্পনা করতে পারিনি। কত যে মানুষ ব্রিজের নিচে পড়ে রয়েছেন কেউ জানে না। ঘটনা হল নীল সাদা রঙ করে সবকিছু হচ্ছে, রক্ষণাবেক্ষণ কিছুই হচ্ছে না। এটাই সবচেয়ে বড় কথা।
Loading...

No comments