আবার বসে গেল টালিগঞ্জ ও করুণাময়ী সংযোগকারী সেতু! আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা।
নজরবন্দি ব্যুরোঃ এক সপ্তাহও পেরল না। টালিগঞ্জ ও করুণাময়ী সংযোগকারী সেতুর মেরামত করা অংশ ফের বসে গেল। ওই অংশে রীতিমতো গর্ত হয়ে গিয়েছে। আপাতত বসে যাওয়া অংশটিকে গার্ডওয়াল দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। টালিগঞ্জ থেকে করুণাময়ী পর্যন্ত সেতু যান নিয়্ন্ত্রণ করা হচ্ছে। এদিকে এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা।
এই বুঝি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু! মাঝেরহাট কাণ্ডের পর আতঙ্কে শহরবাসী। এদিকে আবার মাঝেরহাটে সেতুভঙ্গের পর টালিগঞ্জ হয়ে ঘুরপথে বেহালা যেতে হচ্ছে নিত্যযাত্রীদের। ফলে টালিগঞ্জের সঙ্গে করুণময়ীর সংযোগকারী সেতুতে গাড়ির চাপ বেড়েছে। গত শনিবার আচমকাই সেতুর একটি অংশ বসে যায়। দুপুরে বসে যাওয়া অংশের পরিসর আরও বাড়ে।
আর তাতেই শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেতুর বেহাল দশা। কিন্তু, প্রশাসনের হেলদোল নেই। টালিগঞ্জের সঙ্গে করুণময়ীর সংযোগকারী সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেএমডি-র। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন কেএমডিএ-র আধিকারিকরা। তাঁদের দাবি, এক্সপ্যানশন জয়েন্টের সমস্যার কারণে সেতুর একাংশ বসে গিয়েছে। আতঙ্কের কোনও কারণ নেই। সেতু সম্পূর্ণ নিরাপদ।
