বিজেপি বিধায়কের বাড়ির সামনে গ্রেনেড হামলা! তদন্তে পুলিশ
নজরবন্দি ব্যুরো: অল্পের জন্য বেঁচে গেলেন বিজেপি নেতা সঙ্গীত সোম। উত্তরপ্রদেশের মিরাটে তাঁর বাড়ি লক্ষ্য করে গ্রেনেড হামলা চলে। একদল দুষ্কৃতী তাঁর বাড়ি লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায়।
দ্রুত সেই এলাকায় পৌঁছয় পুলিশ। শুরু হয় প্রাথমিক তদন্ত। ঘটনাস্থল থেকে কার্তুজের খোল ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। কারা এই ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। কেন এই হামলা চলল তা জানতে শুরু হয়েছে তদন্ত।
