সঞ্চালিকার প্রশ্নে রেগে লাল শোয়েব আখতার! তারপর?
নজরবন্দি ব্যুরোঃ সর্বভারতীয়এক টিভি নিউজ চ্যানেলে টক শো'য় স্পষ্টতই মেজাজ হারালেন অতীতের স্পিডস্টার। সেই টক শো-তে সন্দীপ পাতিল, গৌতম গম্ভীরের মতো তারকারাও উপস্থিত ছিলেন । পাকিস্তান থেকে সেই শো-য়ে হাজির ছিলেন শোয়েব।
সেখানে সঞ্চালিকা তাঁকে জিজ্ঞাসা করেন, পাকিস্তানের খারাপ খেলার কারণ । কিন্তু সঞ্চালিকার বাচনভঙ্গিতে ক্ষিপ্ত হন শোয়েব । সঞ্চালিকা সেই প্রশ্নের সঙ্গে 'স্বচ্ছ ভারত অভিযান', 'ধুলাই' এমন শব্দবন্ধনী ব্যবহার করেছিলেন। তিনি প্রশ্ন করেন, টিম ইন্ডিয়া সম্ভবত এশিয়া কাপে স্বচ্ছ ভারত অভিযানের সঠিক প্রয়োগ করছেন দুবাইয়ে। এরপরেই আরও তিনি বলেন, পাকিস্তান ফের একবার ভারতের কাছে হারের প্রস্তুতি নিচ্ছে কিনা !এতেই শোয়েবের ধৈর্যচ্যুতি ঘটে ।
কোনও রাখঢাক না করেই শোয়েব সঞ্চালিকাকে সঠিক শব্দ প্রয়োগ করে প্রশ্ন করতে বলেন । বলার সময় রাগে ফেটে পড়ছিলেন শোয়েব । বলেন, অতিথিদের সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে ।ক্রিকেট সম্পর্কে প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করা হোক। স্বচ্ছ ভারত অভিযান-এর মতো শব্দ কেন ব্যবহার করছেন, তা নিয়েও সঞ্চালিকাকে প্রশ্ন করেন তিনি ।সঙ্গে তাঁর পরামর্শ, সঞ্চালিকার এটুকু জ্ঞান থাকা উচিত কাকে কোন প্রশ্ন করা উচিত । কারণ তিনি কোনও রাজ্যস্তরের ক্রিকেটার নন । ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের ।
