লক্ষ টাকা চুরি গেল সোনম কাপুরের মাসির বাংলো থেকে। থানায় অভিযোগ করলেন অভিনেত্রী।
নজরবন্দি ব্যুরোঃ অনিল-কন্যা সোনম কাপুরের মাসি কবিতা সিং। তাঁর বান্দ্রার বিলাসবহুল বাংলো থেকে চুরি গেল লক্ষ টাকার জিনিস। ঘটনার পর বান্দ্রা থানায় এফআইআর করেছেন অভিনেত্রী।
জানা গেছে, ২০ সেপ্টেম্বর গভীর রাতে কবিতা সিং এর বাংলোর চার তলায় পাইপ বেয়ে উঠে পড়ে দুষ্কৃতী। চুরি যায় সোনার গয়না সহ প্রচুর জিনিসপত্র যার মূল্য প্রায় লক্ষ টাকার বেশি। ওই সময় নিরাপত্তারক্ষীরাও গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ঘটনা প্রকাশ্যে আসার পর বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন সোনম।
বাংলোর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। চুরির ঘটনার তদন্তে নেমে কোনো ফাঁক রাখা হবে না বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
বাংলোর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। চুরির ঘটনার তদন্তে নেমে কোনো ফাঁক রাখা হবে না বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
