এবার হাজিরার উপর থাকছে নম্বর। জানালো কোলকাতা বিশ্ববিদ্যালয়।
নজরবন্দি ব্যুরোঃ গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য -(শিক্ষা ) দীপক কর জানান উজিসির নির্দেশ মত চয়েস বেসড ক্রেডিট সিস্টেম চালু করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় ।
সঙ্গে সঙ্গে সেমিস্টারের পরীক্ষায় বসার জন্য ৬০% হাজিরা বাধ্যতামূলক । যে পরীক্ষার্তী ৬০-৭৫% হাজিরা দেবে সেই পাবে ৬ নম্বর । ৭৫-৯০% হাজিরা থাকলে সে পাবে ৮ নম্বর ,৯০-১০০ % হাজিরা থাকলে সে পাবে ১০ নম্বর ।
