Header Ads

শুভেন্দু-শিশিরকে কটূক্তি! গ্রেফতার বিজেপি কর্মী।


নজরবন্দি ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী সম্বন্ধে কুরুচিকর মন্তব্য। আর এই অভিযোগে গ্রেফতার হল এক যুবক। ওই যুবকের নাম রবীন্দ্র পাণ্ডা। ধৃতকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে কাঁথি আদালত।


আদালত সূত্রে জানা গিয়েছে, পরিবহণ-মন্ত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী সম্বন্ধেও কুরুচিকর মন্তব্য পোষ্ট করছিলেন এই যুবক।
ধৃত রবীন্দ্র বিজেপির সমর্থক বলে এলাকায় পরিচিত। দিনের পর দিন ওই মন্ত্রী ও সাংসদের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিকর মন্তব্যে করার ফলে তাকে গ্রেফতার করে পুলিশ। 

Theme images by lishenjun. Powered by Blogger.