Header Ads

পরীক্ষার আগেই ফাঁস Group-D পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র?



নজরবন্দি ব্যুরো: রেলের গ্রুপ-ডি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস? আর সেই খবর ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি। এমনকি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল প্রশ্নপত্রর ছবি। এর ফলে আরও বিতর্ক তৈরি হয়েছে। এই খবরের জেরে অস্বস্তিতে রেল।
যদিও রেলের তরফে বলা হয়েছে, ‘গ্রুপ ডি পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনওরকম ঘটনাই ঘটেনি। সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের ছবি ঘুরে বেড়াচ্ছে, তা সম্পূর্ণ ভুয়ো। ফলে পরীক্ষার্থীদের চিন্তার কোনও কারণ নেই।’

প্রসঙ্গত, গ্রুপ-ডি পদে প্রায় ৬২ হাজার নিয়োগ করা হবে। নিয়োগের পরীক্ষা শুরু হয়েছে ১৭ সেপ্টেম্বর থেকে। পরীক্ষা দিচ্ছেন প্রায় ২ কোটি ৩৭ লক্ষ পরীক্ষার্থী। এমনিতেই গ্রুপ সি, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিসিয়ানস এবং গ্রুপ ডি মিলিয়ে এবার রেলের মোট শূন্যপদের সংখ্যা প্রায় ১ লক্ষ ২৭ হাজার। যাকে ইতিমধ্যেই ‘মেগা রিক্রুটমেন্ট ড্রাইভ’ বলে প্রচার শুরু হয়েছে। আর তাই এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জল্পনা ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় পরীক্ষার্থী মহলে।
Theme images by lishenjun. Powered by Blogger.