আইএসএলে হার দিয়ে শুরু করলো এ টি কে!
নজরবন্দি
ব্যুরোঃ গতকাল পঞ্চম আইএস এলের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের কাছে ২-০ গোলে হারলো এটিকে । প্রথম অর্ধের খেলা গোলশুন্য ভাবে শেষ হয় ।
উল্লেখ্য আইএসেলের শুরুর ম্যাচে আজ পর্যন্ত হারেনি কলকাতা । খেলার ৭৭ মিনিটের মাথায় কেরালার হয়ে গোল করে স্লোভেনিয়ার মাটেজ পোপ্লাটানিক ,তার ঠিক ৯ মিনিটের মাথায় স্লাভিসা স্টোইনোভিচের গোলে ২-০ গোলে এগিয়ে যায় কেরল ব্লাস্টার্স ,এটিকের কোচ স্টিভ কোপেল বলে গরমে ছেলেরা ক্লান্ত হয়ে পড়েছিল বলের উপর দখল রাখতে পারেনি গেরসন ভিয়েরা দের রক্ষণ প্রচুর ভুল করলো ।
