Header Ads

পুজোর অনুদান ২৮ কোটি! লক্ষ-লক্ষ বেকারদের কথা ভুলে গেলেন দিদি ?

নজরবন্দি ব্যুরো: বাংলায় উন্নয়নের ঝড় তুলে দিতেন! কিন্তু তিনি পারছেন না। কারণ সেই উন্নয়নের পথে প্রধান বাধা বাম সরকারের সময়ের রেখে যাওয়া ঋণের বোঝা। মুখ্যমন্ত্রীকে নিজেই একথা প্রায় প্রতিটি জনসভাতে বলে থাকেন। কিন্তু এই সব বাধা বিপত্তি থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী জনমুখী একের পর এক প্রকল্প সব চালিয়ে যাচ্ছেন দক্ষ হাতে।

আর এই সব কাজে প্রশংসা-সমালোচনা দু’টিই পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় নবতম সংযোজন সোমবার মুখ্যমন্ত্রী উৎসব উপহার। রাজ্যের ছোট-বড় মিলিয়ে প্রায় ২৮ হাজার পুজো কমিটিকে ১০হাজার টাকা করে মোট ২৮কোটি টাকা অনুদান দেওয়া ঘোষণাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তৈরি হয়েছে বিতর্ক।
যেখানে টাকার অভাবে রাজ্য সরকারি কর্মীরা ডিএ পায়না।


ডিএ আদায়ের জন্য আদালতের উপর নির্ভর কররে হয়। পর্যাপ্ত টাকা না থাকার জন্য নিয়ম মেনে শিক্ষক নিয়োগ করতে পারেনা সরকার, সেই সরকার কি করে ইমাম ভাতা থেকে শুরু করে পুজো কমিটিকে অনুদান দিয়ে চলেছেন? এমনি সব প্রশ্ন তুলছেন হবু শিক্ষক থেকে এই রাজ্যের সরকারি কর্মচারীরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.