পুলিশের সঙ্গে ঝামেলা, গ্রেফতার লকেট।
নজরবন্দি ব্যুরো: গ্রেফতার বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়-সহ আরও বেশ কয়েকজন বিজেপির মহিলা সমর্থক।
মাঝেরহাট ব্রিজে বিপর্যয়ের দায় রাজ্য সরকারের, এই অভিযোগ করে মৌলালিতে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির মহিলা মোর্চা। এই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় মহিলা মোর্চার সদস্যাদের। পরে তাদের গ্রেফতার করে পুলিশ।
কিছু দিন আগে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়েছে রাজ্য সরকারের ব্যর্থতাতেই। এই অভিযোগ করে মঙ্গলবার মৌলালিতে মিছিল করে বিজেপির মহিলা মোর্চা। নেতৃত্বে ছিলেন লকেট। বিক্ষোভের মধ্যেই মুখ্যমন্ত্রীর কুশ-পুতুল পোড়ানোর পরিকল্পনা ছিল বিজেপির মহিলা মোর্চার। সেকথা বুঝতে পেরে প্রশাসনের তরফে প্রথমে বাধা দেওয়া হয়। মিছিলের অনুমতি ছিল, কিন্তু কুশ-পুতুল পোড়ানোর কোনও অনুমতি নেই। এই কথা জানানো হয় পুলিশের তরফে। এই সময় পুলিশের সঙ্গে বিজেপির মহিলা সমর্থকদের প্রথমে কথা কাটাকাটি ও পরে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এর পর লকেট চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।
Loading...

No comments