সৌমিত্র চট্টোপাধ্যায়কে অনন্য সম্মান ।
নজরবন্দি ব্যুরো: হিন্দু হোস্টেল সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন ধরে ঝামেলা চলছিল। আর আজ তার জেরে উত্তাল হয়ে উঠেছে প্রেসিডেন্সি।
ক্রমেই ছাত্রবিক্ষোভ ও প্রেসিডেন্সির সমাবর্তন ঘিরে বিতর্ক দানা বাঁধছিল। এমন এক পরিস্থিতির মধ্যে এদিন অনুষ্ঠিত হল প্রেসিডেন্সির সমাবর্তন উৎসব। আর সেই অনুষ্ঠানে আজ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে 'ডি. লিট' সম্মানে সম্মানিত করা হয়।
জানা গিয়েছে, আজকের এই সমাবর্তন ক্যাম্পাসে অনুষ্ঠিত না হয়ে , তা অনুষ্ঠিত হয় নন্দনে। ছাত্রবিক্ষোভে জেরবার প্রেসিডেন্সির গেটে তালা লাগানোর পর থেকেই ক্যাম্পাসে মধ্যে অনুষ্ঠান হবে কি না তা নিয়ে সংশয় দেখা দেয়। শেষ পর্যন্ত নন্দনে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে ঠিক হয়। আর এদিন সেই সমাবর্তন অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য সৌমিত্র চট্টোপাধ্যায়কে ডি-লিট ও ডিএসডি সম্মানে সম্মানিত করা হয়।
Loading...

No comments