শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অস্ত্র হাতে স্কুল ঘেরাও!
নজরবন্দি ব্যুরো: স্কুলের সংরক্ষিত শূন্য পদে তপশিলি জাতি বা উপজাতির প্রার্থীদের নিতে হবে। আর এই দাবিতে গতকাল বালুরঘাট ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের বরকইল উচ্চ বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় বেশকিছু আদিবাসীরা। তাদের হাতে অস্ত্র ছিল বলে অনেকের অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলের ক্লাস ইলেভেন ও টুয়েলভে দর্শন বিষয়ের জন্য একজন শিক্ষক প্রয়োজন। সেই পদটি সংরক্ষিত ছিল তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের জন্য। কিন্তু এলাকায় গুজব ছড়ায় ওই পদে সাধারণ সম্প্রদায়ের এক জন প্রার্থীকে নেওয়া হচ্ছে।
এরপর স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের কয়েকশো লোক তির, ধনুক, কুঠার নিয়ে স্কুলে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে পতিরাম ফাঁড়ির ওসি দেবব্রত মিশ্রর নেতৃত্বে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

No comments