২ মাসে বিজেপির সদস্য কমেছে ২ কোটির কাছে!
নজরবন্দি ব্যুরো: এখন বিজেপির সদস্য সংখ্যা আদতে কত? দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ থেকে শুরু করে একাধিক উচ্চ-নেতৃত্বের পেশ করা পরিসংখ্যান নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।
গত ৮ সেপ্টেম্বর, বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে অমিত জানান, বিজেপির সদস্য সংখ্যা ৮ কোটি ছিল, যা তিনি বাড়িয়ে ৯ কোটি করেছেন। অথচ আশ্চর্যজনক ভাবে গত জুলাই মাসে অমিত বলেছিলেন, বিজেপির সদস্য সংখ্যা এখন ১১ কোটি। ফলে সদস্য সংখ্যা মাত্র দু’মাসে কী করে দু’কোটি কমে গেল! আর এই নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

No comments