Header Ads

অসত্য বলেছেন মুখ্যমন্ত্রী!! গুরুতর প্রতিক্রিয়া ভারতের বিদেশ মন্ত্রকের!

নজরবন্দি ব্যুরোঃ এবার অসত্য বলে জনগন কে বিভ্রান্ত করার অভিযোগ উঠল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

 উল্লেখ্য গত মঙ্গলবার স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষনের ১২৫ বছর পূর্তি উপলক্ষে বেলুড় মঠের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন "বিবেকানন্দ শিকাগোতে গিয়ে বিশ্ববাসীর মন জয় করেছিলেন। শিকাগোর যে হলে স্বামীজি বক্তৃতা দিয়েছিলেন আমরা এবছর সেখানে যাওয়ার চেষ্টা করেছিলাম। আমন্ত্রণটা ছিল মূলত রামকৃষ্ণ মিশনের। কিন্তু, কিছু ষড়যন্ত্রকারীর জন্য তা সম্ভব হয়নি। তারাই একাজ করেছে যারা চায়নি রামকৃষ্ণ মিশন ওখানে অনুষ্ঠানটা করে। অনেকেই হয়তো চায়নি বাংলার মানুষ ওখানে পৌঁছে যাক। এই ঘটনায় আমি সত্যিই খুব দুঃখ পেয়েছি।"

এই বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। গতকাল ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাভিস কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ খণ্ডন করেন! তিনি জানান"মমতা বন্দ্যোপাধ্যায়ের শিকাগো সফরের ক্লিয়ারেন্স চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে কোনও আবেদনই আসেনি। তাই তাঁকে অনুমতি না দেওয়ার যে অভিযোগ উঠছে তা সত্যি নয়।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.