আবার তৃণমূলী হামলা বিশ্ববিদ্যালয়ে! আহত ২০
নজরবন্দি ব্যুরো: আবার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর হামলা। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত ছাত্রদের ওপর বহিরাগতদের হামলায় আহত অন্তত ২০ জন পড়ুয়া। ছাত্রীদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ওঠে।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ ঢোকার বিরোধিতা সহ বেশকিছু দাবিতে গত ৬ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছেন পড়ুয়াদের একটা বড় অংশ। এদিন সন্ধ্যায় অবস্থানরত পড়ুয়াদের একাংশ টিফিন খেতে বাইরে বেরিয়েছিলেন।
তখন অবস্থানে বসেছিলেন পাঁচ জন পড়ুয়া। সেই সময় প্রায় ৬০ থেকে ৭০ জনের একটি বহিরাগত দল মুখ ঢেকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে পড়ুয়াদের ব্যাপক মারধর করে, মেয়েদের ফেলে বেধড়ক পেটায়। এমনকি এই হামলা চালানোর পরে মহিলা হস্টেলে গিয়ে মেয়েদের শ্লীলতাহানিও করে বলে অভিযোগ। আন্দোলনরত পড়ুয়াদের আরও অভিযোগ, বহিরাগতদের নেতৃত্বে ছিলেন স্থানীয় তৃণমূল ছাত্র নেতা রাকেশ পাড়ুই।

No comments