স্কুলের শিক্ষিকাদের পর এবার হিন্দি গানের তালে নাচলেন বিশ্বভারতীর অধ্যাপক-অধ্যাপিকারা!
নজরবন্দি ব্যুরো: কিছু দিন আগে স্কুলের নতুন গেট উদ্বোধন কে কেন্দ্র করে স্কুলের মধ্যে হিন্দি গানের তালে নেচে চরম সমালোচনার মুখে পড়ে ছিলেন বেশ কয়েকজন শিক্ষিকা। এই ঘটনার পরেও সচেতন হলেন না বিশ্বভারতীর অধ্যাপক- অধ্যাপিকারা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্বপ্নের প্রতিষ্ঠান বিশ্বভারতী। যার খ্যাতি বিশ্বজোড়া। এহেন বিশ্বভারতীর সংগীত ভবনেই হিন্দি গানের তালে কোমর দোলাতে দেখা গেল একাংশ অধ্যাপক-অধ্যাপিকাকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে গোটা রাজ্য জুড়ে।
জানা গিয়েছে, শিক্ষক দিবস দিনটিকে স্মরণীয় করে রাখতে নিজেদের মধ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেন বিশ্বভারতীর সংগীত ভবনের পড়ুয়ারা। ভবনের মহড়ার মূল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে ঐতিহ্য উপেক্ষা করে বাজতে শুরু করে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত 'চেন্নাই এক্সপ্রেস' ছবির হিন্দি গান লুঙ্গি ডান্স......। পর সেটা বদলে 'লেড়কি বিউটিফুল'। সেই গানের তালে হাত-কোমর দুলিয়ে সমানে নেচে চলেন ভবনের অধ্যক্ষ নিখিলেশ চৌধুরী, অধ্যাপক অমর্ত্য মুখোপাধ্যায় সহ একাংশ অধ্যাপক-অধ্যাপিকা। ধুতি পাঞ্জাবি পরে অধ্যক্ষের নাচের ভিড়িয়ো এখনও সোশাল সাইটে ভাইরাল।

No comments