লাল-হলুদে শেষ সুভাষ এপিসোড।
নজরবন্দি
ব্যুরোঃ ইস্টবেঙ্গল থেকে মোটামুটি ভাবে বিদায় হয়ে গেল সুভাষ ভৌমিকের। ক্লাবের কোনও স্তরেই কোনওভাবেই আর কোচিংয়ে দেখা যাবে না সুভাষ ভৌমিককে। আশিয়ান জয়ী কোচকে ছাড়াই প্র্যাকটিসে নেমে পড়লেন নতুন কোচ আলেজান্দ্রো।
বুধবার বিকেলে ক্লাব তাঁবুতে দুই কোচ বাস্তব রায় এবং রঞ্জন চৌধুরিকে সঙ্গী করে ক্লাব সচিব কল্যাণ মজুমদার, দেবব্রত সরকার, রাজা গুহ, আলভিটো এবং সঞ্জিত সেনের সঙ্গে মিটিং করেন আলেজান্দ্রো। ঠিক হয়, এফসি গোয়ার বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য শুক্রবার দল উড়ে যাবে গোয়া। কিন্তু সেখানে যাচ্ছেন না সুভাষ।
ক্লাব থেকেও হয়তো দু'একদিনের মধ্যে সুভাষ বিদায়ের কথা সরকারি ভাবে ঘোষণা করে দেওয়া হবে। এদিকে, কোয়েস কর্তারা বলছেন, কিংফিশার ইস্টবেঙ্গল কোম্পানী থাকার সময়ে সুভাষের ক্লাবে আগমন। সেই সময় কিংফিশার ইস্টবেঙ্গলের যাঁরা ফুটবলার ছিলেন, তাঁরা প্রত্যেকে কোয়েস ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করেছেন। কিন্তু সুভাষের ব্যাপারে কোনও কিছুই জানেন না তাঁরা। তাই বলে দেওয়া যায়, সুভাষের এপিসোড শেষ ।
কোন মন্তব্য নেই