পুরুলিয়ায় তৃণমূলের কৌশলী চালে ধরাশায়ী বিজেপি!
নজরবন্দি ব্যুরো: পুরুলিয়া বিজেপি নেতৃত্ব এবারের পঞ্চায়েত নির্বাচনে নজর কাড়লেও শেষ পর্যন্ত রাজ্যের শাসক দলের কাছেই মাথা ঝোঁকাতে হল।
যাঁদের হাত ধরে সাফল্য সেই বজবং দলের গৌরব সিং ও সুরজ শর্মা সহ একাধিক নেতা যোগ দিলেন তৃণমূলে। নির্বাচনের পর থেকে একাধিক মিথ্যা মামলায় জেলে থাকতে হয়েছে গৌরব সিং ও সুরজ শর্মাদের। সেই সময় তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও, শেষ পর্যন্ত তারা যোগ দিলেন শাসকদলেই।
এলাকা সূত্রের জানা গিয়েছে, নির্বাচনের পর থেকে একাধিক মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। একশো দিনের ওপর জেলেই সময় কাটিয়েছেন এই দুই নেতা। তাদের অনুগামীদের বিরুদ্ধেও হয়েছে একাধিক মামলা। জেলে যাওয়ার পর জেলা বিজেপি নেতৃত্ব গৌরব সিং, সুরজ শর্মা কিংবা তাঁদের অনুগামীদের খোঁজ খবর পর্যন্ত রাখেনি বলে অভিযোগ। আর সেইজন্যই তৃণমূলে যোগদিলেন এই নেতারা।
কোন মন্তব্য নেই