Header Ads

নাক-কান থেকে রক্ত বেরোচ্ছে যাত্রীদের। জরুরী অবতরণে রক্ষা পেলেন বিমান-যাত্রীরা।





নজরবন্দি ব্যুরোঃ বিমান উড়ানের কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়তে শুরু করেন যাত্রীরা। কান ও নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে৷ তৎক্ষনাৎ সিদ্ধান্ত নিয়ে জেট এয়ারওয়েজ 9w 697 বিমানকে জরুরী অবতরণ করান পাইলট।
মুম্বাই থেকে জয়পুর যাচ্ছিল জেট এয়ারওয়েজেএ ওই বিমানটি৷ উড়ানের পরেই প্রায় ৩০ জন যাত্রীর কান-নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে। তারা অসুস্থ বোধ করতে থাকেন। জানা যায়, ক্রু এয়ার প্রেশার সুইচ চালু করতে ভুলে গিয়েছিলেন। সেই জন্যেই এই ভোগান্তি। অবশেষে জরুরী অবতরণ করানো হয় বিমান। টার্মিনালে অসুস্থ যাত্রীদের চিকিৎসা করা হয়।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.