কলকাতার বুকে মাত্র ১০০ টাকায় চিকিৎসা দেবে সিপিআইএম। #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ প্রত্যন্ত গ্রাম থেকে শহরে চিকিৎসা করাতে আসা দরিদ্র পরিবার গুলির ভোগান্তির শেষ থাকে না বেশিরভাগ সময়েই। হাসপাতালে কিংবা প্রাইভেট চেম্বারে ডাক্তার দেখাতে দু তিন দিন দেরি হলে হোটেল বা লজ ভাড়া করার মতো আর্থিক সামর্থ্য থাকেনা অনেক পরিবারের। তাদের ঠাঁই হয় ফুটপাথ। এবার সেই সমস্ত মানুষের পাশে এসে দাঁড়ালো সিপিআইএম।
পিপলস রিলিফ কমিটির ব্যানারে মূলত কৃষক সভার উদ্যোগে কলকাতার পার্ক সার্কাসে দিলখুসা স্ট্রিটে তৈরি হল এক হাসপাতাল। ১২ শয্যার এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করবেন প্রায় ৫০ জন অবসরপ্রাপ্ত চিকিৎসক। এক্সরে কিংবা সিটি স্ক্যানের সুবিধাও পাওয়া যাবে এখানে। শুধু তাই নয়, রোগী এবং রোগীর পরিবারের জন্য বিনামূল্যে সকালের জলখাবারও দেওয়া হবে।
এই সমস্ত সুবিধা পাওয়া যাবে মাত্র ১০০ টাকার বিনিময়ে। সঙ্গে দরকার স্থানীয় সিপিআইএম পার্টি অফিসের লেটারহেডে একটি সুপারিশ পত্র, জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

