Header Ads

বারুইপুর রেলের ব্রিজ ভেঙে মৃত্যু এক মহিলার!


নজরবন্দি ব্যুরো: এবার ব্রিজ ভাঙল দক্ষিণ ২৪ পরগণা জেলার  বারুইপুরে। দক্ষিণ শহরতলীর বারুইপুর স্টেশনের ফুটওভার ব্রিজ ভেঙে মৃত্যু হয়েছে এক মহিলার।
অপর এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। কিছুদিন আগেই এই ফুট ওভার ব্রিজের সংস্কার করা হয়েছিল। রেলের তরফে দুজনকে সাসপেন্ড করা হয়েছে। তদন্তের জন্য উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।

এবার ফুটওভার ব্রিজ রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ রেলের বিরুদ্ধে। শুক্রবার রাত আটটা নাগাদ, ব্রিজের নিচ দিয়ে দুই থেকে ৩ নম্বর প্ল্যাটফর্মের দিকে হেঁটে যাচ্ছিলেন যাত্রীরা। সেই সময় ফুটওভার ব্রিজের একাংশের স্ল্যাব ভেঙে পড়ে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। স্ল্যাবের অংশ গিয়ে পড়ে অসীমা প্রামাণিক এবং ছবি নস্কর নামে দুই মহিলার ওপর। জানা গিয়েছে ব্রিজের নিচে ফুল কিনতে যাচ্ছিলেন ওই মহিলা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে অসীমা প্রামাণিকের মৃত্যু হয়। আহত ছবি নস্কর ভর্তি স্থানীয় হাসপাতালে।

Theme images by lishenjun. Powered by Blogger.