নারদ কাণ্ডে জেরা ম্যাথুকে! নারদের ফুটেজ কি আসল?
নজরবন্দি ব্যুরো: নারদা-কাণ্ডে নতুন মোড়! ফের সিবিআই নজরে ম্যাথু স্যামুয়েল। আজ শুক্রবার নিজাম প্যালেসে ম্যাথুকে জেরা চলছে। একাধিক প্রশ্নকে সামনে রেখে ম্যাথুকে এই মুহূর্তে জেরা করছেন সিবিআই অফিসার।
ম্যাথুর কাছে সিবিআই আধিকারিকদের প্রশ্ন, নারদা-কাণ্ডে যে ফুটেজ প্রকাশ্যে এসেছে সেটি আসল না নকল। এমনকি আসল হয় তাহলে সেই ফুটেজ কোথায় রয়েছে তাও নারদ-কর্তার কাছে জিজ্ঞাস করা হচ্ছে বলে জানা গিয়েছে। বিশেষ সূত্রের খবর, উত্তরে ম্যাথু জানিয়েছেন যে নারদার স্টিং অপারেশনের ভিডিও আসল। সেই আসল ভিডিও’র সমস্ত ফুটেজ হাইকোর্টে জমা রয়েছে দাবি।
ম্যাথুর কাছে সিবিআই আধিকারিকদের প্রশ্ন, নারদা-কাণ্ডে যে ফুটেজ প্রকাশ্যে এসেছে সেটি আসল না নকল। এমনকি আসল হয় তাহলে সেই ফুটেজ কোথায় রয়েছে তাও নারদ-কর্তার কাছে জিজ্ঞাস করা হচ্ছে বলে জানা গিয়েছে। বিশেষ সূত্রের খবর, উত্তরে ম্যাথু জানিয়েছেন যে নারদার স্টিং অপারেশনের ভিডিও আসল। সেই আসল ভিডিও’র সমস্ত ফুটেজ হাইকোর্টে জমা রয়েছে দাবি।
