গ্রেপ্তার হতে পারেন চন্দ্রবাবু নাইডু!
নজরবন্দি
ব্যুরোঃ ২০১০ সালের একটি মামলায় চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করল মহারাষ্ট্রের নানদেদ জেলার ধরমাবাদের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত। নাইডু সহ মোট ১৫ জনকে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
২০১০ সালে গোদাবরী নদীর ওপরে বাবলি বাঁধ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন করছিলেন নাইডু সহ টিডিপির বেশ কয়েকজন নেতা। তাঁদের বক্তব্য ছিল ওই বাঁধ তৈরি হলে অন্ধ্রপ্রদেশের ক্ষতি হবে। ওই বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হন চন্দ্রবাবু সহ অন্যান্যরা। তাঁদের নিয়ে যাওয়া হয় পুণের সেন্ট্রাল জেলে। জামিনের আবেদন না করায় তাঁরা ১ মাস জেলে থাকার পর ছাড়া পান।
চন্দ্রবাবু নাইডু সহ অন্যান্যদের বিরুদ্ধে হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এই বিষয়ে চন্দ্রবাবুর ছেলে এন লোকেশ জানিয়েছেন, 'চন্দ্রবাবু সহ অন্যান্য টিডিপি নেতারা আদালতে যাবেন। উনি তেলঙ্গানার স্বার্থে লড়াই করেছিলেন। গ্রেপ্তার হওয়ার পর জামিন নিতেও অস্বীকার করেছিলেন।'
Loading...

No comments