জাপান ওপেন থেকে বিদায় সিন্ধুর।
নজরবন্দি
ব্যুরোঃ জাপান ওপেন ব্যাডমিন্টন ট্রফির দৌড় থেকে ছিটকে গেলেন ভারতীয় টেনিস তারকা পিভি সিন্ধু । তাকে হারালেন বিশ্বের ১৪ নম্বর চীনের গাও ফানজি ।
ফানজি হারালেন স্ট্রেইট সেটে ৫৫ মিনিটে ।খেলার ফলাফল ১৮-২১,১৯-২১ অন্যদিকে কিদাম্বি শ্রীকান্ত উঠলেন পুরুষদের কোয়ার্টার ফাইনালে তিনি হারালেন হং কংয়ের ভিন্সেন্ট কে ২১-১৫,২১-১৪।

No comments