Header Ads

রাজ্যে লগ্নি টানতে ১৬ সেপ্টম্বর ইতালি ও জার্মানি সফর মুখ্যমন্ত্রীর।


নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে লগ্নি টানতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জার্মানির ফ্রাঙ্কফুর্ট আর ইতালির মিলান এই দুই শহরে যাচ্ছেন আগামী ১৬ সেপ্টম্বর দুবাই হয়ে তিনি ফ্রাঙ্কফুর্টে পৌঁছবেন সেখানে ইন্দো-জার্মান বণিকসভার আমন্ত্রণে একটি অনুষ্ঠানে যোগ দেবেন
পাশাপাশি তিনি সে দেশের শিল্পপতিদের সঙ্গে বৈঠকও করবেন জার্মান এমনিতেই গাড়ি শিল্পের জন্য বিখ্যাত এছাড়াও উত্পাদন শিল্প, ইস্পাত শিল্প, যন্ত্রাংশ উত্পাদন শিল্পে খ্যাতি বিশ্বজোড়া তাই রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে নিঃসন্দেহে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ইতালিও চর্মশিল্পের জন্য বিখ্যাত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পেও সে দেশের সুনাম রয়েছে

 এই দুই ক্ষেত্র থেকে রাজ্যে বিনিয়োগ টানতে মিলানেও তাঁর বেশ কয়েকটি সূচি রয়েছে জার্মানি এবং ইতালির মানুষের কাছে রাজ্যের পর্যটনক্ষেত্রকে আকর্ষণীয় করে তুলতে মুখ্যমন্ত্রীর সফরে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে

Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.