"সরকারি নির্দেশ মানছেন না ওলা এবং উবের কর্তৃপক্ষ"- মদন মিত্র
নজরবন্দি
ব্যুরোঃ ওলা এবং উবের কর্তৃপক্ষের জুলুমের প্রতিবাদে এবং গ্রাহকদের হয়রানি এবং চালক দের উপর সংস্থার জুলুমের প্রতিবাদে রাস্তায় নামছেন তৃণমূলের শ্রমিক নেতা মদন মিত্র।
তিনি বলেন সরকারি নির্দেশ মানছেন না ওলা এবং উবের কর্তৃপক্ষ । তিনি আরো বলেন যে কোনো পুলিশি তদন্ত ছাড়া কোনো গরিব চালকের আইডি বাতিল করা যাবে না ,পরিবহন দফতরের নির্দেশিকা মেনে গাড়ি চালাতে হবে এই সব দাবি নিয়ে ওলা এবং উবের কর্তৃপক্ষ কে চিঠি দিচ্ছেন এই নেতা ।
Loading...

No comments