১৯ এ বিজেপি-র নতুন শ্লোগান "অজেয় ভারত, অটল বিজেপি"
নজরবন্দি
ব্যুরোঃ বাজপেয়ীর মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি। বেশ কিছুদিন ধরেই অস্ফুটে এ অভিযোগ করে আসছিল বিরোধীরা।
কিন্তু বিরোধীদের সেসব কানাঘুষোয় কান না দিয়ে পুরোদস্তুর অটল আবেগকে কাজে লাগাতে আসরে নেমে পড়ল গেরুয়া শিবির। কার্যকারিণী সভার প্রথম দিন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ স্লোগান দিয়েছিলেন অজেয় ভারত।
দ্বিতীয় দিন সেই স্লোগানের সঙ্গে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয়া সংযোজন অটল বিজেপি। অর্থাত্ ২০১৪ সালে আচ্ছে দিনের সাফল্যের পর উনিশের ভোটের জন্য নয়া বুলি তৈরি করে ফেলল গেরুয়া শিবির। 'অজেয় ভারত, অটল বিজেপি।'
Loading...

No comments