Header Ads

টলোমলো অনুব্রতর গড়! তৃণমূলের পার্টি অফিস উড়ে গেল তৃণমূলের বোমাতেই!!

নজরবন্দি ব্যুরো: আবার বিস্ফোরণ রাজ্যে। বিস্ফোরনে উড়ে গেলো তৃণমূলের পার্টি অফিস। এবার ঘটনাস্থল বীরভূমের সিউড়ির কাঁকরতলা থানা এলাকা। আজ সকাল দশটা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। প্রচণ্ড শব্দ আর কালো ধোঁয়েতে ঢেকে জায় গোটা এলাকা।
জানা গিয়েছে, ওই পার্টি অফিসটি তৈরি করেছিলেন নিহত তৃণমূল নেতা বুড়ো কাদেরি। প্রায় ৬ বছর আগে দলীয় বিবাদের জেরে ওই তৃণমূল নেতা খুন হয় বলে অভিযোগ। ওই গ্রামে পঞ্চায়েতে কে প্রধান হবেন তা নিয়ে এখনও শাসক শিবিরের মধ্যে বিতর্ক আছে। বর্তমানে ওই পার্টি অফিসের দেখভালের দায়িত্বে আছেন প্রয়াত বুড়ো কাদেরির ভাই উজ্জ্বল কাদেরি। ওই এলাকাটি বড়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। পঞ্চায়েতে প্রধান নির্বাচন নিয়ে উজ্জ্বল কাদেরির সঙ্গে শেখ আনসারি ওরফে কালো নামে এক তৃণমূল নেতার সংঘাত চলছিল বেশ কিছুদিন ধরে। দলের সংগঠনের কথা ভেবে শেখ আনসারির পছন্দের প্রার্থীকেই প্রধান মনোনীত করে দলের একটা বড় অংশ। ১৪ সেপ্টেম্বর ওই পঞ্চায়েতে প্রধান নির্বাচন ছিল। তার আগেই এই বোমা বিস্ফোরণ। তৃণমূল নেতা উজ্জ্বল কাদেরি এই বিস্ফোরণের জন্য প্রথমে কালোর দিকেই আঙুল তোলেন। পরে অবশ্য বয়ান বদলে তিনি বলেন, বিজেপি ওই পার্টি অফিসে বোমা রেখেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.