Header Ads

ডিএ বিতর্ক! আবার শুনানির দিনের জন্যে সময় চাইতে পারে সরকারি কর্মচারীরা।

নজরবন্দি ব্যুরো: অনেকদিন ধরে প্রাপ্য ডিএ'এর জন্যে লড়াই চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশের। ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলাটি শুনানির জন্য স্যাট-এ নথিভুক্ত হয়েছে।

মামলার আবেদনকারী রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে আজ সোমবার এই মামলাটি 'মেনশন' করে শুনানির দিনের জন্যে সময় চাওয়া হবে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে।


উল্লেখ্য, কিছুদিন আগে ডিএ নিয়ে ঐতিহাসিক রায় দেয় আদালত। সেই রায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই যায়।  আদালত তার নির্দেশে জানায়, "ডিএ" রাজ্য সরকারি কর্মীদের আইনি অধিকারের মধ্যে পড়ে। আর রাজ্য সরকার তা দিতে বাধ্য।

তবে এ ব্যাপারে রাজ্য সরকারকে ডিএ মেটানোর নির্দেশ দেয়নি আদালত। এর পাশাপাশি  মামলাটিকে আবার স্যাট-এ ফেরত পাঠিয়ে দেয়। আর তাই এই গুরুত্বপূর্ণ ডিএ মামলাটি ইতিমধ্যে স্যাটে নথিভুক্ত হয়েছে বলে জানা গিয়েছে। আজ এই বিষয়ে আবেদনকারী রাজ্য সরকারি কর্মীদের তরফে স্যাটের কাছে আবেদন জানানো হবে বলে বিশেষ সূত্রের খবর। 

Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.