পূর্ত দফতরে মীরজাফর আছে! বিস্ফোরক অরূপ
নজরবন্দি ব্যুরো: পূর্ত দফতরের উপর ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন এই দফতরের মধ্যে আছে মীরজাফর।
কে বা কারা গাফিলতি করছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মন্ত্রী। রাজ্যের সেতুগুলির স্বাস্থ্য কেমন, তা জানতে রাজ্য সরকার মঙ্গলবার নবান্নে একটা গুরুত্বপূর্ণ বৈঠক ডাকে। পূর্ত-দফতরের অফিসারদের প্রতিটি সেতুই পর্যবেক্ষণের নির্দেশও দিয়েছেন অরূপ বিশ্বাস।
মাঝেরহাটের পুনরাবৃত্তি যাতে না হয় সেবিষয়ে সংশ্লিষ্ট দফতরের সকলকে সজাগ থাকতেও পরামর্শ দেওয়া হয়েছে। গাফিলতি হলে কোনরকম বরদাস্ত করা হবে না বলে পূর্তমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন।

No comments